শেষ হলো ৪দিন ব্যাপি আয়কর মেলা

চাঁপাইনবাবগঞ্জে রোববার আয়কর বিভাগ আয়োজিত ৪দিন ব্যাপি আয়কর মেলা শেষ হয়েছে। মেলার সমাপনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে শহরের শহীদ সাটুহলে চাঁপাইনবাবগঞ্জের সহকারী কর কমিশনার শাহাদৎ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর কর কমিশনার দবির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর আইনজীবী সমিতির সভাপতি এফকেএম লুৎফর রহমান ফিরোজ, রাজশাহীর কর আইনজীবী ফজলে করিম, কর আইনজীবী ইয়াসমিন আরা খুশি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আকতারুল ইসলাম। পরে কর প্রদানে সচেতনতামূলক গম্ভীরার আয়োজন করা হয়।
এবারের মেলায় ১ হাজার ১০৬জন ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করেছেন। ৪দিনে করদাতারা আয়কর দিয়েছেন ৫২ লাখ টাকা। গত বছরের তুলনায এবার আয়কর রিটার্ণ দাখিলকারির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আয়কর আদায়ের হারও অনেক বৃদ্ধি পেয়েছে। গত বছর ৪দিনের মেলায় আয়কর আদায় হয়েছিল ১৮ লাখ ৩১ হাজার টাকা এবং আয়কর রিটার্ণ দাখিল করেছিলেন ৯৪৬ জন ব্যক্তি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৫