শিবগঞ্জে থেকে ৪৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মাঠ এলাকা থেকে ৪২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মিন্নাত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার  ভোর রাতে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল সুবেদার আকতার হোসেন এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়াও একই দিন অপর একটি অভিযানে ব্যাটালিয়নের আজমতপুর সীমান্তফাঁড়ির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার আজমতপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮৮ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২১-০৯-১৫

,