তিন দিন ব্যাপী উন্নয়নমেলার শুভ উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যলয় হতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বর্নাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় মাঠে এসে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেলার শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ বিশ্বাস। মেলায় সংসদ সদস্য আবদুল ওদুদ বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে মনোযোগী হয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরো আওয়ামীলীগ সরকার দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। বর্তমান প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ শিক্ষা সহায়তা ,চিকিৎসা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ,একটি বাড়ি একটি খামার,আশ্রয়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ গড়া,নারীর ক্ষমতায়ন,সামাজিক নিরাপত্তা বেষ্টনী,কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু সহ ২০২১ সালের মধ্যে দেশে একটি আধুনিক উন্নত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন।তিনদিনব্যাপী মেলায় ২৭ সেপ্টেম্বর বিকেল ৩ হতে রাত্রী ৯ পযর্ন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, রিয়েলিটি শো ও বিভিন্ন দপ্তরের উন্নয়নের ভিডিওচিত্র প্রদর্শনী। ২৮ সেপ্টেম্বর বিকেল ৩ হতে রাত্রী ৯ পর্যন্ত কুইজ প্রতিযোগিতা,গম্ভীরা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৯ সেপ্টেম্বর বিকেল ৩ হতে রাত্রী ৯ পর্যন্ত রিয়েলিটি শো,কুইজ প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন দপ্তরের উন্নয়নের ভিডিওচিত্র প্রদর্শন সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। মেলায় মোট ৪০টি স্টল অংশগ্রহণ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৯-১৫