বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক্সিম ব্যাংক বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান আকন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, এ´িম ব্যাংক লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক একেএম বেলায়েত হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশবিদ্যালয়ের রেজিষ্টার মকবুল হোসেন, অনুষ্ঠানের আহবায়ক ড. আলতাফ উন নাহার ড. আরিফুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপচার্য বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিজ দেশের জন্য কিছু কাজ করেছেন তাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতম। তাঁর স্বপ্নই ছিল বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। কিন্তু ইতিহাসের কলংকময় হত্যাকান্ড ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। তিনি বলেন, কাউকে হত্যা করে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা যায়না। বঙ্গবন্ধু’র নামও মুছে ফেলা যাবেনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৯-১৫
সভাপতির বক্তব্যে উপচার্য বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিজ দেশের জন্য কিছু কাজ করেছেন তাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতম। তাঁর স্বপ্নই ছিল বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। কিন্তু ইতিহাসের কলংকময় হত্যাকান্ড ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। তিনি বলেন, কাউকে হত্যা করে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা যায়না। বঙ্গবন্ধু’র নামও মুছে ফেলা যাবেনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৯-১৫