মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টে আজাহার-মুন্না স্মৃতি ও রহমতপুর সেমিফাইনালে
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েন এর যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় ২৮তম মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০১৫-১৬ এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় জয় পেয়েছে আজাহার-মুন্না স্মৃতি সংঘ। তারা ৭-০ গোলে চুনারীপাড়া বন্ধু স্টাফ কে পরাজিত করে। বিজয় দলের পক্ষে ইমন ৪টি, আমান, রহমত ও রিপন ১টি করে গোল করে। অপরদিকে ৪র্থ কোয়ার্টার ফাইনালে রহমতপুর ফুটবল দল ২-০ গোলে মাঝপাড়া বন্ধু স্টাফ কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মুখলেসুর ও রনি ১টি করে গোল করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২১-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২১-০৯-১৫