বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকাল জেলা কমিটির ব্যবস্থাপনায় ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল আলাম ভোতা, আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, তৌফিকুর ইসলাম খান বেদানা, জামাল আব্দুল নাসের পলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব দিলরুবা বেগম, সহকারী জেলা প্রাঃ অফিসার সাইদুল ইসলাম ও আব্দুল মোমেন, মনিটরিং অফিসার ইসাহাক আলী, পিটিআই সুপার রুহুল আমিন সহ প্রতিটি উপজেলার শিক্ষা অফিসার, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী।
উদ্বোধনী খেলায় শিবগঞ্জ উপজেলার বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাঃ বিদ্যালয় ২-০ গোলে নাচোল উপজেলার সগুনা সরঃ প্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে হাসিনা ও কারিমা গোল ২টি করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-০৯-১৫
উদ্বোধনী খেলায় শিবগঞ্জ উপজেলার বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাঃ বিদ্যালয় ২-০ গোলে নাচোল উপজেলার সগুনা সরঃ প্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে হাসিনা ও কারিমা গোল ২টি করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-০৯-১৫