সরজনে ভেঙ্গে পড়া কালভার্টের খাদে পড়ে এ্যাম্বুলেন্স চালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. মোঃ আলাউদ্দীন জানান, আবেদ আলী এ্যাম্বুলেন্স নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ফিরছিলেন। ভারি বর্ষনে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের সরজন এলাকায় কালভার্ট ও সড়ক ভেঙ্গে সৃষ্ট খাদে ভোর সাড়ে পাঁচটার দিকে এ্যাম্বুলেন্সটি পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন জানতে পেরে ঘটনাস্থলে যায়। পরে তারা ফায়ার সার্ভিসের সহযোগীতায় ডুবে যাওয়া এ্যাম্বুলেন্স থেকে নিহতের মরদেহ বের করে নিয়ে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মনসুরুল আজিজ জানান, রাস্তা ও কালভার্ট মেরামতে কাজ শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগ।
এ্যাম্বুলেন্স চালকের জানাযা সম্পন্ন
এদিকে গোমস্তাপুর থেকে আমাদের সংবাদদাতা জানান, রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক আবেদ আলী জানাযা বৈকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হয় । জানাযায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক এমপি জিয়াউর রহমান, রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা পঃপঃ কর্মকর্তা এনতেখাবউল আলম সহ ্গন্যমান্য ব্যাক্তিবর্গ। জানাযা শেষে হুজরাপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৯-১৫