শিবগঞ্জ সীমান্তে পিস্তুল ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে  পিস্তুল ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
সিংনগর বিওপি কমান্ডার নায়েব সুবেদার করিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া ১টার সময় সিংনগর সীমান্তের  ১৭১নং  মেইন পিলার হতে ৩গজ ভিতরে বাঘববাটি মাঠে এক  সন্দেহজনক এক যুবককে  ধাওয়া করলে সে পলিথিনের একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ঐ ব্যাগ থেকে ১টি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি শিবগঞ্জ থানায় জমা করা হবে হবে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৫-০৯-১৫

,