জেলা প্রেসক্লাবের সাংবাদিকের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। সোমবার সকালে প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কার্যনিবাহী সদস্যসহ সাধারন সদস্যদের নিয়ে এই মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাঃ জোনাব আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হোসেন শাহনেওয়াজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, কোষাধ্যক্ষ রফিকুল আলম, সাবেক সভাপতি আলমগীর কবির কামাল, নাইমুল ইসলাম, মতিউর রহমান, হারুনুর রশিদ জাফরুল আলম প্রমুখ। প্রধান অতিথি বর্তমান সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয় তুলে ধরেন এবং গণমাধ্যম কর্মীদের সে গুলি প্রচারের ও জনকল্যানে কাজ করার আহবান জানান। তিনি আগামীতে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। শেষে প্রেসক্লাবের উন্নয়নে সোলার প্যানেল ও কম্পিউটার প্রদানসহ অন্যান্য সহায়তার আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৯-১৫