চরাঞ্চলে আম গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জিবাস নদী ও জীবন-২ প্রকল্পের পাঁকা ও দূর্লভপুর দ্বীপচরাঞ্চলে অতিদরিদ্র ২০০ জন সদস্যের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের আম গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্র থেকে প্রাপ্ত ২০০ আম গাছের উন্নত চারা সোমবার দূর্লভপুর ইউনিয়নের জিবাস নদী ও জীবন -২ প্রকল্পের শতাব্দি সিবিও নেত্রী রুনা বেগমের নেতৃত্বে জাইটপাড়া, বহিরাপাড়া, ডাক্তারপাড়া, দোভাগি ও ফুলদিয়ার গ্রামের ৫০জন সদস্যকে ১টি করে আম গাছের চারা বিনামূল্যে প্রদান করা হয়। অন্যদিকে  পাঁকা  ইউনিয়নের জিবাস নদী ও জীবন -২ প্রকল্পের প্রতিক সিবিও নেত্রী মোসলেমা বেগমের নেতৃত্বে জামাইপাড়া, ডুবাইপাড়া, গমেরচর, জঙ্গলাপড়া ও দশরশিয়া প্রামের ১৫০ জন দরিদ্র জিবাস নদী ও জীবন -২ প্রকল্পের সদস্যের মাঝে ১৫০টি আম গাছের চারা বিনামূলে বিতরণ করা হয়। এসময় জীবাস নদী ও জীবন ২ প্রকল্পের ম্যাসেজার এনামূল কবির খোকন সহ জিবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা  উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই প্রথম শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দূর্লভপুর ইউনিয়নের দ্বীপচরাঞ্চলে জিবাস নদী ও জীবন -২ প্রকল্পের সহায়তায় আধুনিক ও উন্নত প্রজাতির আম গাছের চারা বিতরণ করা হলো। ভবিষ্যতে দ্বীপচরাঞ্চলে উন্নত জাতের আম পাওয়া যাবে বলে আশা করা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৮-১৫

,