শোক দিবস উপলক্ষে মহারাজপুর আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জোড়াবকুলতলায় শোক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মমিনুল হকের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল ইসলাম, জেলা আ’লীগ নেতা এ্যাড. আব্দুস সামাদ, মহারাজপুর ইউ.পি চেয়ারম্যান মোখলেশুর রহমান সতেমানসহ অন্যরা। শোক সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শোক সভায় স্থানীয় মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে এলাকার দরিদ্র জনসাধারণদের মাঝে খাবার পরিবশেন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৮-১৫