হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাথান পাড়া এলাকা থেকে হেরোইন উদ্ধার করে বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ  ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিন্নাত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে  ফরিদপুর বিওপির একটি টহল দল হাবিলদার  আসাদুল হক এর নেতৃত্বে  সদর উপজেলার বাথান পাড়া এলাকায় অভিযান  চালিয়ে ১৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯০ হাজার টাকা। আটককৃত হেরোইন চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানানো হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকা থেকে ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায় অভিযান চালিয়ে ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১৬ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৮-১৫

,