শিবগঞ্জ সীমান্তে গরু পাচারের নৌকা আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতীয় গরু পাচারের কাজে ব্যবহৃত একটি নৌকা আটক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে  রোববার সন্ধ্যা ৬ টার দিকে  ব্যাটালিয়নের ওয়াহেদপুর সীমান্তফাঁড়ির একটি টহল দল সুবেদার আকতার হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার কালুপুর নদীর পাড় এলাকায় টহল পরিচালনাকালে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে বাংলাদেশী রাখালরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে । সে সময়ে টহল দল তাদের ধাওয়া করলে রাখালরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটি আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত নৌকার মূল্য ৭৫ হাজার টাকা। আটককৃত নৌকা শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে বলেও জানান মেজর নাজমুল। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৮-১৫

,