নাচোলে স্বামীর হাতে স্ত্রী খুন > স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলার  ৩ নংইউনিয়নের ঘিয়ন গ্রামে সোমবার গভীর রাতে স্ত্রী সেরিনা বেগম(৫২) কে কুপিয়ে হত্যা করেছে স্বামী হজরত আলী। এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ হজরত আলী(৬৭)কে আটক করেছে ।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাত ৩টার দিকে হজরত আলী তার স্ত্রী সেরিনা বেগমকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। আহত সেরিনা বেগমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়র পথে তার মুত্যু হয়।
খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামী হজরত আলীকে আটক করে এবং ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৫-০৮-১৫

,