খেলা
»
ভবানীপুরে বিগ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে সুমন ও বিসমিল্লাহ ইলেকট্রনিক্স ক্রিকেট দল
ভবানীপুরে বিগ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে সুমন ও বিসমিল্লাহ ইলেকট্রনিক্স ক্রিকেট দল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩ ঘোড়াপাখিয়া ইউনিয়নের পিছনের মাঠে নতুন বোর্ড যুব সংঘ আয়োজিত ভবানীপুর বিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর মঙ্গবারের সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে, বিসমিল্লাহ ইলেকট্রনিক্স ক্রিকেট দল। তারা ৫ উইকেটে কেয়া ফার্মেসী ক্রিকেট দল কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় । প্রথমে ব্যাট করতে নেমে কেয়া ফার্মেসী ক্রিকেট দল ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে দলের পক্ষে তুহিন ৩১, নাহিদ ১৮ রান করে। বসমিল্লাহ ইলেকট্রনিক্স ক্রিকেট দলের বোলার দুলাল ৩ ওভার ৮ রান ৩টি, সৈনিক ৪ ওভার ১৫ রানে ২টি উইকেট লাভ করে। ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিসমিল্লাহ ইলেকট্রনিক্স ক্রিকেট দল ১৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে বাক্কার ৪২, রেজাউল ২০ রান করে। কেয়া ফার্মেসীর বোলার জাহাঙ্গীর ৩ ওভার ১৮রানে ২টি, শহীদ ৩ ওভার ২০ রানে ১টি উইকেট লাভ করে। এর আগে বেস্ট অব থ্রির সেমিফাইনালে সুমন ইলেকট্রনিক্স ক্রিকেট দল ৬৫ রানে কেয়া ফার্মেসীকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১২-০৮-১৫