রাবিতে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অনুশীলন নাট্যদলের উদ্যোগে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন করা হয়েছে। দিবসটি  উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে কালো ব্যাচ ধারণ করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর চেীধুরী সারওয়ার জাহান।
এ সময় তিনি বলেন, ২০০৭ সালের এই দিনে ছাত্র-শিক্ষকের ওপর নেমে আসে নির্মম নির্যাতন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৬৯ এর গণঅভ্যূত্থান, স্বাধীনতা আন্দোলন, ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তৎকালীন তত্ত্বাবধায়কের নামে সেনা সরকার আমাদের উপর নির্যাতন করে আমাদের গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চেয়েছিলো। কিন্তু তারা সফল হতে পারেনি।’
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রাবির সাবেক উপ-উপাচার্য  অধ্যাপক  নূরুল্লাহ,  ভুতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও অনুশীলন নাট্যদলের প্রতিষ্ঠাতা অধ্যাপক মলয় কুমার ভৌমিক প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২৪-০৮-১৫