রাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মানুষের প্রয়োজনে যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন প্রযুক্তি আবিস্কার হচ্ছে এবং তা জীবনের নানা ক্ষেত্রে যুক্ত হচ্ছে। যেগুলো থেকে আমরা প্রয়োজন মেটাচ্ছি। প্রসারিত হচ্ছে ব্যবসার কলেবর। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবন ধারাও পরিবর্তিত হচ্ছে। তাই যুগের সাথে আমাদেরকেও নতুন চিন্তা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
সোমবার ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট চেঞ্জ এন্ড অলনারনেটিভ বিজনেস অপরচুনিটিস: এ প্যারাডিজম শিফট’-শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন ওমানের নিজওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদ মাহবুবুর রহমান।
তিনি আরো বলেন, কোনো ব্যবসাকেই ছোট করে দেখা যাবে না। কিন্তু বাংলাদেশে এই চিন্তাটি এখনও কার্যকর হয়নি। এখানে অনেক ব্যবসাকেই ছোট করে দেখা হয়। ব্যবসার ক্ষেত্রে নতুন ধারণা প্রয়োগ করতে পারলেই কেবল সফলতা আসবে। তা যে ব্যবসাই হোক না কেনো। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক অভিনয় চন্দ্র সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যাপক হাছানাত আলী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২৪-০৮-১৫
সোমবার ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট চেঞ্জ এন্ড অলনারনেটিভ বিজনেস অপরচুনিটিস: এ প্যারাডিজম শিফট’-শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন ওমানের নিজওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদ মাহবুবুর রহমান।
তিনি আরো বলেন, কোনো ব্যবসাকেই ছোট করে দেখা যাবে না। কিন্তু বাংলাদেশে এই চিন্তাটি এখনও কার্যকর হয়নি। এখানে অনেক ব্যবসাকেই ছোট করে দেখা হয়। ব্যবসার ক্ষেত্রে নতুন ধারণা প্রয়োগ করতে পারলেই কেবল সফলতা আসবে। তা যে ব্যবসাই হোক না কেনো। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক অভিনয় চন্দ্র সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যাপক হাছানাত আলী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২৪-০৮-১৫