মহাসড়কে নিষেধাজ্ঞা > আন্দোলনে নামছে তিনচাকা’র চালকরা

মহাসড়কে অটোরিক্সা মিশুক চলাচলে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশের অন্যস্থানের মত চাঁপাইনবাবগঞ্জেও  আন্দোলনে নামছেন ‘তিনচাকা’ যানের চালক ও মালিকরা। মহাসড়কে চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং চালক মালিকদের জীবকা নিশ্চিত করতে ও রুট নিধারনোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জের  মাহেন্দ্র, মিশুক, ও অটোরিক্সা চালক মালিকরা সোমবার পৃথক পৃথক সভা করেছে। সভাগুলো থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।
শহরের শান্তিমোড় এলাকায় মাহেন্দ্র ও মিশুক চালক মালিক আয়োজিত সমাবেশে চালকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন। সমাবেশ থেকে বুধবার দাবি আদায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করা হয়। এছাড়াও আগামী রবিবার শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড় থেকে বীরশ্রেষ্ট মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু পর্যন্ত মানবন্ধন করবে মাহেন্দ্র ও মিশুক চালক মালিকরা। সেই সাথে দাবি আদায়ের কর্মসূচীর সমন্বয় করার জন্য সমাবেশ থেকে তফিজুর রহমান  পাপ্পুকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করে মাহেন্দ্র মিশুক চালক মালিকরা।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশা চালকরা একই দাবিতে সমাবেশ করেন। ওই সমাবেশ থেকে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন অটো মালিক ও চালকরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৮-১৫