রাবি শিক্ষক সমিতির র্যালি
যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরি, যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান স্লোগানে জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষ্যে শোক র্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতিভ । বুধবার সকাল সাড়ে ১১টায় সিনেট ভবন চত্বর থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমারসাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর মোবার্রকা সিদ্দিকা প্রমুখ।
র্যালিতে শুভেচ্ছা বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আদর্শ। তার জন্ম নাহলে এ বাংলাদেশের জন্ম হতো না । তিনি বাংলাদেশের আরেকটি নাম । আমরা যতদিন তার আদর্শ অনুসরণ করে চলবো ততদিন পথ হারাবো না।
জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ তারিখ সকাল আটটায় জুবেরী ভবনের সামনে থেকে শোক র্যালি করবে শিক্ষক সমিতি। ওইদিন সন্ধ্যার পর জুবেরী ভবনের মধ্য লাউঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ১২-০৮-১৫
র্যালিতে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমারসাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর মোবার্রকা সিদ্দিকা প্রমুখ।
র্যালিতে শুভেচ্ছা বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আদর্শ। তার জন্ম নাহলে এ বাংলাদেশের জন্ম হতো না । তিনি বাংলাদেশের আরেকটি নাম । আমরা যতদিন তার আদর্শ অনুসরণ করে চলবো ততদিন পথ হারাবো না।
জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ তারিখ সকাল আটটায় জুবেরী ভবনের সামনে থেকে শোক র্যালি করবে শিক্ষক সমিতি। ওইদিন সন্ধ্যার পর জুবেরী ভবনের মধ্য লাউঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ১২-০৮-১৫