বঙ্গবন্ধু’র পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের  দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে বুধবার মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাড. রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ইকবাল মাহমুদ খাঁন খান্না, শহর আওয়ামীলীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন, ছাত্র নেতা ফয়সাল আহমেদ তমাল, গালিব প্রমুখ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, বুধবার দুপুরে ঘন্টা ব্যাপী শিবগঞ্জ সরকারী মডেল  হাইস্কুল মাঠে শিবগঞ্জ উপজলো ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, পৌর আ’লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যার মতো ইতিহাসের জঘন্যতম ঘটনার হোতারা বিদেশে স্বাভাবিক জীবন যাপন করছে, এটা অত্যন্ত লজ্জাজনক। তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর না করলে জাতি কলঙ্কমুক্ত হবে না।
 পরে একই দাবিতে উপজেলা নির্বাহীঅফিসারের  মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৮-১৫

,