সোনামসজিদ বন্দরে ২ ঘন্টা ভারতীয় ট্রাক ঢোকা বন্ধ থাকার পর আবারো কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জের  সোনামসজিদ বন্দরে শনিবার ভারতীয় ট্রাক ড্রাইভারকে মারধরের ঘটনায় প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল বন্দরে ভারতীয় সব ধরনের ট্রাক ঢোকা। উদ্ভুত পরিস্থিতিতে সমঝোতা পর আবারো ট্রাক ঢোকা  শুরু হয়েছে বেলা ৩ টা থেকে। সে সাথে ভারতীয় আহত ট্রাক ড্রাইভারদের ৪ হাজার রুপি ক্ষতিপূরন দিতে হয়েছে বাংলাদেশী শ্রমিকদের।
বন্দর সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে ভারতীয় পন্যবাহী ট্রাক ড্রাইভার আঃ জলিল ও খলিলকে মারধর করে বাংলাদেশী স্থানীয় শ্রমিকরা। এর জের ধরে ভারতীয় ট্রাক ড্রাইভারা সোনামসজিদস্থ শূন্য রেখায় গিয়ে বিষয়টি ভারতীয় মোহদীপুর বন্দরে অবস্থানরত ট্রাক ড্রাইভারদের জানালে তারা বাংলাদেশে পন্য পরিবহন বন্ধ করে দেয়।
উদ্ভুত পরিস্থিতিতে সীমান্তের শূন্য রেখায় বেলা পৌনে ৩টার দিকে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কমান্ডার দেওয়ান সিং বিসট, ভারতীয় ব্যাবসায়ীদের পক্ষে শ্রী ভ’পতি মন্ডল, বাংলাদেশের সি এ্যান্ড এফ এসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, সম্পাদক শফিউল আলম টানু, শ্রমিক স্বম্বনয় কমিটির সভাপতি সাদিকুর রহমান মাষ্টার, সম্পাদক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন । প্রায় আধাঘন্টা বৈঠক শেষে বাংলাদেশের শ্রমিক সম্বনয় কমিটি আহত ২ ট্রাক ড্রাইভারদের ৪ হাজার ভারতীয় রুপি চিকিৎসা বাবদ ক্ষতিপূরণ দেয়া স্বাপেক্ষে বন্দরের কার্যক্রম বেলা ৩ টা থেকে আবারো স্বাভাবিক হয়।
এ ব্যাপারে সোনামসজিদ শ্রমিক সম্বন্বয় কমিটির সভাপতি সাদিকুর রহমান মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৮-০৮-১৫

,