বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার পুখুরিয়াস্থ শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, পৌর আ.লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল, পৌর শাখার সাধারণ সম্পাদক কারীবুল হক রাজিন, কানসাট ইউনিয়ন শাখার সভাপতি বেনাউল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মোবারকপু ইউনিয়ন শাখার সভাপতি তোহরুল ইসলাম (তোহর), চককীর্তি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল, দাইপুখুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি আজমল হক বাদশা, সাধারণ সম্পাদক, উজিরপুর ইউনিয়ন শাখার সভাপতি দুরুল হোদা, ঘোড়াপাখিয়া ইউনিয়ন শাখার সভাপতি ইসমাইল হোসেন, নয়ালাভাঙা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, ছত্রাজিতপুর ইউনিয়ন শাখার সভাপতি-সাধারণ সম্পাদক, দূর্লভপুর ইউনিয়ন শাখার সভাপতি-সাধারণ সম্পাদক প্রমূখ।
সভায় আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৮-০৮-১৫

,