শিবগঞ্জে ডাকাত সন্দেহে একজনের দু’চোখ তুলে নিয়েছে এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট-ভোলাহাট সড়কে ডাকাত সন্দেহে মঙ্গলবার আব্দুস সামাদ নামের এক ব্যক্তি’র দুই চোখ তুলে নিয়েছে এলাকাবাসী। আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আকিমুদ্দিনের ছেলে। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে কানসাট-ভোলাহাট সড়কের কাশিয়াবাড়ি এলাকায় ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী তা টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও আব্দুস সামাদ (৩৫) ওরফে ভোদু ডাকাত স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে তাকে গণপিটুনী দিয়ে তার দুই চোখ তুলে নেয় এলাকাবাসী। খরব পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পৌছে আহত অবস্থায় আব্দুস সামাদকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আব্দুস সামাদের দুইটি চোখে বড় ধরণের ক্ষত সৃষ্টি হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০৮-১৫

,