যেন হরতাল পরিস্থিতি !
মহাসড়কে তিনচাকা’র যান চলাচলে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ব্যাটারি চালিত অটো রিক্সা চালকরা শহরে ডাক দেয় কর্মবিরতীর। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের অটো রিক্সার চাকা বন্ধ রেখে তারা সামিল হয় তাদের দাবি আদায়ে মিছিলে। তাই শহরের ব্যস্ততম সড়ক গুলোয় দেখা মেলিনি অটো রিক্সার। ঠিক যেন হরতাল পরিস্থিতি’র মত ছিল শহর। ছবিটি চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা প্রেসক্লাবের সামনে থেকে তোলা...