মহানন্দা ব্রীজ থেকে ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ ঢাকাগামী একটি নৈশ কোচ থেকে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে মহানন্দা ব্রীজ এলাকায় আর.পি চ্যালেঞ্জার নামক ঢাকাগামী নৈশ কোচ (ঢাকা-মেট্রো-ব-১১-২৩৯৫) তল্লাশী করে মালিকবিহীন ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৭ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৮-১৫