ভবানীপুরে বিগ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে সুমন ইলেকট্রিক চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩ ঘোড়াপাখিয়া ইউনিয়নের পিছনের মাঠে নতুন বোর্ড যুব সংঘ আয়োজিত ভবানীপুর বিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর ফাইনালে রবিবার সুমন ইলেকট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।  তারা ৩৯ রানে বিসমিল্লাহ ক্রিকেট দল কে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে সুমন ইলেকট্রিক ক্রিকেট দল ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে দলের পক্ষে পারভেজ ৫০, বাক্কার ৩৩ রান করে। বিসমিল্লাহ  ক্রিকেট দলের বোলার দুলাল ৩ ওভার ২২ রান ৩টি, সজল ৩ ওভার ২৩ রানে ৩টি উইকেট লাভ করে। ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিসমিল্লাহ ক্রিকেট দল ১৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রেজাউল ৩৪, দুলাল ৩১ রান করে। সুমন ইলেকট্রিকের  বোলার বাবুল  ৩ ওভার ১৭ রানে ৪টি, তাহের ৩ ওভার ১৯ রানে ৩টি উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ পুরষ্কার লাভ করে যথাক্রমে পারভেজ ও সেমাজুল। খেলাশেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ১৩ নং ঘোড়াপাখিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান। এসময় সাবেক চেয়ারম্যান মাইনুল হক, জহুরুল ইসলাম, আব্দুর রাকিব সহ এলকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৪-০৮-১৫