সাংবাদিক আব্দুল মালেকের পিতার ইন্তেকাল

দেশ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক এবং রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানসাইনের চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো প্রধান এম এ মালেকের পিতা তাইফুর রহমান শনিবার দিবগত রাত সাড়ে ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভবানীপুর মহল্লায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না----রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। রবিবার বাদ জোহর ভবানীপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে ভবানীপুর গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মালেকের পিতার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৮-১৫