রোকনপুর সীমান্তেও চন্দ্র বিলে নৌকা ডুবি এক জেলে নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর ও পোরশা উপজেলার নিতপুর সীমান্তের চন্দ্রের বিলে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলে বাইরুল (৩০) নাচোল উপজেলার টগরইল গ্রামের আফজাল হোসেনের ছেলে ।
নওঁগা ৪৩, বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার সময় ১০-১২ জনের একটি জেলে দল চন্দ্রের বিলে নৌকা নিয়ে মাছ ধরছিল। জেলেরা মাছ ধরার এক পর্যায়ে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত ও পোরশার উপজেলার নিতপুর সীমান্তের ২২৫/২৬ পিলারে মাঝামাঝি বাংলাদেশের ৭ কিলোমিটার অভ্যন্তরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় বাকি জেলেরা বিলের কিনারায় উঠতে সক্ষম হলেও নাচোল উপজেলার টগরইল গ্রামের আফজাল হোসেনের ছেলে বাইরুল (৩০) ডুবে গিয়ে নিখোঁজ রয়েছে। তবে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার হলেও বাইরুলের সন্ধান এখনও মিলেনি। এদিকে বাইরুলের বাড়ি নাচোল উপজেলায় হলেও তিনি পোরশা উপজেলার কোচনা গ্রামে বেশ কয়েক বছর ধরে বসবাস করছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর/ ০২-০৮-১৫

,