রাজশাহী সেক্টর আন্তঃব্যাটালিয়ন কারাত প্রতিযোগিতা শুরু
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন আয়োজিত রাজশাহী সেক্টর আন্তঃব্যাটালিয়ন কারাত প্রতিযোগিতা-২০১৫, সোমবার সকাল ৯টায় ব্যাটালিয়নের হল রুমে শুভ উদ্বোধন করা হয়েছে। এ প্রতিযোগিার শুভ উদ্বোধন করেন- ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোঃ বজলুল হক। এ প্রতিযোগিতায় ৯ টি ইভেন্টে ৬১ জন কারাতেকার অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় স্বাগতিক ব্যাটালিয়ন ছাড়াও ১৪, বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় একক কাতায় ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী আব্দুল হক মন্ডল স্বর্ণ, একই ব্যাটালিয়নের আব্দুল্লাহ আল মামুন রৌপ্য ও স্বাগতিক ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী শাকিল তাম্র পদক লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৯-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৯-০৮-১৫