ভোলাহাটে ভুটভুটি উল্টে এক শিশু নিহত আহত ১২
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘মেয়ে বিদায়’ অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় বুধবার ভুটভুটি উল্টে এক শিশু নিহত ও ১২ জন আহত হয়েছে। নিহত শিশুটি হচ্ছে ভোলাহাট উপজেলার বীরশ্বরপুর গ্রামের সমসেরের মেয়ে বেবি (৭)। আহতরা হচ্ছেন সালাউদ্দিনের স্ত্রী রোজিনা (৩০), রমিজেরে মেয়ে শাহানা (১০), বাবুলের মেয়ে বিউটি (১০), এশাহাক মন্ডলের ছেলে সাইদুর রহমান (৫০), ফামিরুল ইসলামের স্ত্রী হাইতুল (৩০), আলমগীরের ছেলে রিফাত ( ১২), পাঁচটিকরি গ্রামের সালাউদ্দিনের মেয়ে সুমা ( ৫), গোহালবাড়ী গ্রামের ফশিউরের ছেলে সামাউন (৪০), তীলোকী গ্রামের সেলিমের মেয়ে সাদিয়া (১১), চাঁনশিকারী গ্রামের মফিজউদ্দিনের ছেলে ওয়াহিদুল।
প্রত্যক্ষদর্শিরা জানায়, উপজেলার বীরশ্বরপুর গ্রাম থেকে রির্জাভ করে একটি ভুটভুটি মেয়ে বিদায় নিয়ে আসতে ভোলাহাট- শিবগঞ্জ সড়ক দিয়ে জামবাড়ীয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে যাওয়ার সময় বেলা ১১ টার দিকে ফলিমারি নামক স্থানে বিপরিত দিক থেকে ভোলাহাট মুখে আসা রাজশাহীর বিআরটিসি বাসকে সাইড দিতে গিয়ে পাশে অবস্থান নেয় যাত্রী বোঝায় ভুটভুটি। বিআরটিসি বাস পার হয়ে গেলে ভুটভুটি মেইন রাস্তায় উঠার চেষ্টা করে এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এ সময় ভুটভুটিতে থাকা ১৩ জন যাত্রী ঘটনাস্থালে আহত হয়। আহতদের স্থানীয়রা দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য প্রেরণ করেন। পরে রাজশাহী যাওয়ার পথে শিশু বেবি মারা যায়। বাঁকী ৫ জনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ দিকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আহত একজন ভর্তি আছে বাঁকীরা চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মহসীন আলী জানান, ভুটভুটির চালককে তাৎক্ষণিক আটক করা হয়েছে। আইনী ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/
প্রত্যক্ষদর্শিরা জানায়, উপজেলার বীরশ্বরপুর গ্রাম থেকে রির্জাভ করে একটি ভুটভুটি মেয়ে বিদায় নিয়ে আসতে ভোলাহাট- শিবগঞ্জ সড়ক দিয়ে জামবাড়ীয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে যাওয়ার সময় বেলা ১১ টার দিকে ফলিমারি নামক স্থানে বিপরিত দিক থেকে ভোলাহাট মুখে আসা রাজশাহীর বিআরটিসি বাসকে সাইড দিতে গিয়ে পাশে অবস্থান নেয় যাত্রী বোঝায় ভুটভুটি। বিআরটিসি বাস পার হয়ে গেলে ভুটভুটি মেইন রাস্তায় উঠার চেষ্টা করে এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এ সময় ভুটভুটিতে থাকা ১৩ জন যাত্রী ঘটনাস্থালে আহত হয়। আহতদের স্থানীয়রা দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য প্রেরণ করেন। পরে রাজশাহী যাওয়ার পথে শিশু বেবি মারা যায়। বাঁকী ৫ জনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ দিকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আহত একজন ভর্তি আছে বাঁকীরা চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মহসীন আলী জানান, ভুটভুটির চালককে তাৎক্ষণিক আটক করা হয়েছে। আইনী ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/