কালেক্টরেট শিশু পার্কে বৃক্ষমেলার উদ্বোধন
‘দিন বদলের বাংলাদেশ-ফলে বৃক্ষে ভরব দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ষণমূখর শ্রাবণের শেষ সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর শহরের কালেক্টরেট শিশু পার্কে জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ, বন বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা (সামাজিক বনায়ন) অজিত কুমার রুদ্র। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ । মেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ৩২ টি স্টল রয়েছে। উদ্বোধন শেষে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে আয়োজিত সেমিনারে অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৮-১৫
সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর শহরের কালেক্টরেট শিশু পার্কে জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ, বন বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা (সামাজিক বনায়ন) অজিত কুমার রুদ্র। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ । মেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ৩২ টি স্টল রয়েছে। উদ্বোধন শেষে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে আয়োজিত সেমিনারে অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৮-১৫