জাতীয় শোক দিবসে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৪০ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা যুবলীগ।
বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা, ফাইজার রহমান কনক, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী এ্যাড ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদিকা শান্তনা হক, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৮-১৫