জাতীয় শোক দিবস উপলক্ষে সুন্দরপুর আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস ও জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা ও দোয়ার অনুষ্ঠান কালিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সুন্দরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, সুন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সাদরুজ্জামান সাদরুল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু, সদর উপজেলা যুবলীগের আমানুল্লাহ বাবু, স্থানীয় আওয়ামীলীগ নেতা আসাফুদ্দৌলা প্রমুখ।
পরে আলোচনা শেষে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৮-১৫

,