স্ত্রী হত্যার দায়ে চৈতন্যপুরের মনিরুল ইসলামের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুরের গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমান আনদায়ে আরো দু’ বছরের কারাদ- প্রদান করেছে আদালত। দ-প্রাপ্ত আসামীর নাম (৩৭)। সে চৈতন্যপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোঃ এনামুল বারী এ দ-াদেশ প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ১ মার্চ তারিখ রাতে কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে স্ত্রী চম্পা বেগম (৩০) এর সঙ্গে মনিরুল ইসলামের ঝগড়া হয়। এ পর্যায়ে চম্পার পরনের শাড়ির আঁচল পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন চম্পা বেগমের মা আনারকলি বেগম বাদি হয়ে ৮ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ সরকার ওই বছরের ১৭ এপ্রিল মনিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।
আসামী মনিরুলের উপস্থিতিতে আদালত এ দ-াদেশ ঘোষণা করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৮-১৫

,