নাচোলে ছাত্রলীগের দু’ প্রুপে সংঘর্ষ ৩ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে মঙ্গলবার সংর্ঘষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। আহতদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, তুচ্ছ মতবিরোধকে ঘিরে সকালে নাচোল কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের সভাপতি গ্রুপ কর্মসুচি করার সময় সাধারণ সম্পাদক গ্রুপ হামলা করে। এতে ছাত্রলীগের তিনকর্মী ইব্রাহিম, রুবেল ও রাকিব আহত হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোরিকুল ইসলাম বলেন, ‘ ব্যক্তিগত দ্বন্দের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১১-০৮-১৫

,