বিকেএসপি’র খেলোয়াড় বাছাই সমাপ্ত
সারাদেশে খেলাধূলার মান উন্নয়নের লক্ষ্যে বিকেএসপি চাঁপাইনবাবগঞ্জ জেলার খেলোয়াড় বাছাই কার্যক্রম আজ ১০ আগষ্ট সোমবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ৮-১২ বছর বয়সী ছেলেমেয়েরা ১৭টি বিভাগে অংশগ্রহণ করে। বিকেএসপি থেকে আগত স্ব স্ব খেলার কোচ ট্রায়াল উপভোগ করে বাছাইকৃতদের নামের তালিকা নিয়ে যায়। আগামী ২২ তারিখের মধ্যে সেলফোন নম্বরে যোগাযোগের মাধ্যমে বাছাইয়ের বিষয়টি নিশ্চিত করবেন বলে জানা যায়। এখানে এসেছিলেন বিকেএসপির চীফ কোচ মাসুদ হাসান, বক্সিং কোচ- এসএম মাহফুজ, হকি কোচ- আলমগীর হোসেন, সাঁতার কোচ- তানিয়া রহমান, বাস্কেটবল- মোঃ মানিক, ভলিবল কোচ- খোকন, এ্যাথলেটিক কোচ- শাহাদত হোসেন, টেনিস কোচ- ইশিতা আফরোজ, ক্রিকেট কোচ- ইশতিয়াক আহমেদ ও লিপন এবং ফুটবল কোচ- আব্দুল মতিন বিদ্যুৎ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১০-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১০-০৮-১৫