জাতীয় শোক দিবস উপলক্ষে রাণীহাটি আ’লীগের আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নং রাণীহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রামচন্দ্রপুর হাটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জোবদুল হক, আ’লীগ নেতা আজিজুর রহমান, আহসান মাস্টার, মনিরুল ইসলাম, ভিকারুল ইসলাম, কামাল হোদা প্রমুখ।
পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৫