শিবগঞ্জে বিনামূল্যে ৩ দিন ব্যাপি ফিজিওথেরাপি কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় বিনামূল্যে ৩ দিন ব্যাপি ফিজিওথেরাপি ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে আশা এনজিও ফিজিওথেরাপি প্রকল্পের আওতায় শিবগঞ্জ ব্রাঞ্চের উদ্যোগে জেলা ব্যবস্থাপক পলাশ কুমার নন্দীর সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার সুপার জোবদুল হক, ব্যাঞ্চ ম্যানেজার বিপুল কুমার রায়, ব্যাঞ্চের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে ফিজিওথেরাপি ক্যাম্পে বাত ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী শিশু, স্নায়ু সমস্যা, স্ট্রোকসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়। ক্যাম্পে বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী পুরুষদের সকাল থেকে বিকাল পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৭-০৮-১৫

,