শেষ হলো মৎস্য সপ্তাহ

জাতীয় মৎস্য সপ্তাহ’ ১৫ এর মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর। জেলা মৎস্য কর্মকর্তা একরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের উপপরিচালক মাহবুব উল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, মাছ চাষী আব্দুল খালেক, মতিউর রহমান ও মাছ আড়ৎদার আব্দুল খালেক। নদীতে ও পুকুরে মাছ উৎপাদনে অবদান রাখায় অনুষ্ঠানে জেলার ৩জন শ্রেষ্ঠ মাছ চাষীতে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মান্নান সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, মাছ চাষী, মাছ ব্যবসায়ী ও মাছ আড়ৎদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৮-১৫