ভোলাহাটে দু’দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

ভোলাহাটে দারিদ্র বিমোচনে এসএফডিএফ সম্প্রসারণ প্রকল্প ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য পরির্চযা বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ হলিদাগাছী নিজস্ব কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন উপ-আঞ্চলিক ব্যবস্থাপক বাদল হোসেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রের ২৫ জন সদস্যদের অংশ গ্রহণে সংশ্লিষ্ট বিষয়ে সুফলভোগীদের অবহিতকরণ ও দক্ষতা বৃদ্ধি করণে প্রশিক্ষণে প্রাথমিক স্বাস্থ্য পরির্চযা সর্দি জ্বর, ইনফ্লুঞ্জা, কফ, সোয়ান ফ্লু, ডাইরীয়া, জন্ডিস, বসন্ত, হাম, খোশ পঁচড়াসহ নানা প্রকার রোগের উপর প্রশিক্ষণ প্রদান করেন, বিশিষ্ট চিকিৎসক আশরাফুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ নেওয়াজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেস ক্লাব সভাপতি গোলাম কবির, সহকারী শিক্ষক আব্দুল মালেকসহ অন্যরা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৩-০৮-১৫

,