অটো রিক্সা চালকদের বিক্ষোভ > ৩ দিনের আলটিমেটাম

মহাসড়কে তিনচাকার যান চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি করেছে ব্যাটারি চালিত অটো রিক্সা চালকরা। সমাবেশে থেকে আগামী ৭ আগষ্টের মধ্যে সুষ্ঠু সমাধানের দাবি জানানো হয়।
সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর একতা অটো রিক্সা সমিতির উদ্যোগে শহরে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১ পর্যন্ত শহরে অটো রিক্সা চলাচল বন্ধ রেখে শত শত অটো রিক্সা চালক মালিক বিক্ষোভ কর্মসুচিতে অংশ নেয়।  প্রায় এক ঘন্টাব্যাপি মানববন্ধন চলকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শামীম খান।
সমাবেশে বক্তরা বলেন, অসহায় বেকার যুবকরা তাদের পরিবার পরিজনদের জীবিকা নির্বাহের জন্য অটো রিক্সা চালিয়ে আসছে। এ থেকে তারা যে আয় করে তাতে করে কোন রকমে পরিবারের দৈন্দদিন খরচ নির্বাহ করে। মহাসড়কে অটো রিক্সা চলাচল বন্ধ করে দিলে পথে বসবে হাজার হাজার অটো রিক্সা চালকের পরিবার।
তারা সড়ক পথে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও হয়রানীরও অভিযোগ করেন।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৮-১৫