নাচোলে ২০০ বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাস আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০০ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে নাচোল থানা পুলিশ ।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান , মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুল্লিকপুর খোলসি বাজার থেকে ঢাকা মেট্রো-চ ১৩-৫৩৬৫ নং মাইক্রোবাসটি ২০০ বোতল ফেনসিডিল নিয়ে নাচোল প্রবেশ করছে এমনি সংবাদ পেয়ে নাচোল থানা পুলিশের একটি দল মাইক্রোবাসটির পিছু নিলে উপজেলার পশ্চিম মির্জাপুর বাজারের কাছে মাইক্রোবাসটি ফেলে রেখে চালকসহ ৫ জন পালিয়ে যাই। পরে ফেনসিডিলসহ মাইক্রোবাসটি নাচোল থানায় জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে বলে জানান ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৪-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৪-০৮-১৫