রামচন্দ্রপুরহাটে ককটেল হামলায় পিতা-পুত্র গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রামচন্দ্রপুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে প্রতিপক্ষের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন (১৪) নামের এক কিশোর ও তার পিতা বাবলু (৫৫) গুরুতর আহত হয়েছে।
আহত বাবলু’র ভাই বুলবুল জানান, সুমন সাইকেল নিয়ে বাড়ী আসার পথে রাস্তায় ৩/৪ যুবকের সাথে ধাক্কা লাগে। এ নিয়ে সুমনের সঙ্গে কথা কাটাকাটি হয়। তুচ্ছ এ ঘটনাকে ঘিরে প্রতিপক্ষের লোকজন রাতে সুমনদের বাড়িতে ককটেল হামলা চালায়। ককটেলের আঘাতে সুমনের শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। এর পরপরই দুবৃত্ত্বরা বাড়ী সংলগ্ন দোকানে কর্মরত তার পিতা বাবলুকে লক্ষ করে আরেকটি ককটেল নিক্ষেপ করলে বাবলু মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
সদর থানার উপপরিদর্শক নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই বাবলু ও সুমনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, ‘হামলাকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৮-১৫
আহত বাবলু’র ভাই বুলবুল জানান, সুমন সাইকেল নিয়ে বাড়ী আসার পথে রাস্তায় ৩/৪ যুবকের সাথে ধাক্কা লাগে। এ নিয়ে সুমনের সঙ্গে কথা কাটাকাটি হয়। তুচ্ছ এ ঘটনাকে ঘিরে প্রতিপক্ষের লোকজন রাতে সুমনদের বাড়িতে ককটেল হামলা চালায়। ককটেলের আঘাতে সুমনের শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। এর পরপরই দুবৃত্ত্বরা বাড়ী সংলগ্ন দোকানে কর্মরত তার পিতা বাবলুকে লক্ষ করে আরেকটি ককটেল নিক্ষেপ করলে বাবলু মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
সদর থানার উপপরিদর্শক নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই বাবলু ও সুমনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, ‘হামলাকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৮-১৫