কানসাটে দু’ বিদেশী পিস্তলসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সদাশিবপুর এলাকা থেকে র্যাব মঙ্গলবার সন্ধ্যায় বিদেশী পিস্তলসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম আব্দুল মমিন। সে সদাশিবপুর আজগুবি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
র্যব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাদা পোশাকের একটি দল কানসাট সদাশিবপুর (আজগবি) গ্রামে সন্ধ্যা ৬ টার দিকে অভিযান চালায়। এসময় আব্দুল মমিনকে ২ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল ও ০৪ টি ম্যাগাজিন সহ হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০৮-১৫
র্যব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাদা পোশাকের একটি দল কানসাট সদাশিবপুর (আজগবি) গ্রামে সন্ধ্যা ৬ টার দিকে অভিযান চালায়। এসময় আব্দুল মমিনকে ২ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল ও ০৪ টি ম্যাগাজিন সহ হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০৮-১৫