শিবগঞ্জে আওয়ামীলীগ কর্মী রবিউল হত্যা মামলার আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের আওয়ামীলীগ কর্মী রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভূক্ত ৩ আসামীকে রোববার গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়ারা হচ্ছে, মর্দানা গ্রামের নান্টু মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৩০) ও তোসিকুল ইসলাম (২৩) এবং সোলেমান আলীর ছেলে শুকুদ্দি (৩৫)।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পুলিশের একটি দল শিবগঞ্জের ছল্ফাজিতপুর ইউনিয়নের ঢোড়বোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ১১টি ককটেল ৫টি রামদা ও ২টি কাঁতা  উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া আওয়ামীলীগ কর্মী রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। ওসি আরো জানান, গ্রেফতার হওয়াদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ সোমবার আদলতে সোপার্দ করা হবে।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে স্থানীয় আওয়ামীলীগের বিবদমান দু’গ্রুপের দ্বন্দ্বের জের ধরে গেল ১৫ আগস্ট রবিউলকে প্রকাশ্যে নৃশংস্য ভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে নিহতের বাবা ২৩ জনকে আসামীকে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৩-০৮-১৫

,