বিনম্র শ্রদ্ধায় জেলাজুড়ে পালিত হল জাতীয় শোক দিবস

বিনম্র শ্রদ্ধায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে  চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় জাতীয়  শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ৯টায় শহরের কলেজ মোড়স্থ মুজিব চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠান। পরে শহীদ সাটুহলে সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ সাটুহলে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড.মাযহারুল ইসলাম তরু, বক্তব্য রাখেন, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, মনিমউদৌল্লা চৌধুরী, মোহিত কুমার দাঁ,আলোচনা শেষে, জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ শাখা আয়োজিত চিত্রাংকন, রচনা, আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে আলোচনা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। সদর উপজেলা আওয়ামীলীগের তত্বাবধানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক এমপি জিয়াউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইশবাল মাহমুদ খান খান্না, সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগে যুগ্ম সম্পাদক এ্যাড. রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাকিনা বেগম পারুল, শরিফা খাতুন বেবি, আওয়ামীলীগ নেতা ভিখারুল ইসলাম, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লালু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন প্রমূখ।
৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ
৬ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বটতলা হাট প্রাঙ্গণে ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি লতিফুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বকত্ব্য রাখেন, জেরা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মঈনুদ্দিন মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, শহর আ’লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ  মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এ্যাড. আব্দুস সামাদ বকুল, সমিউল হক লিটন, শাহজাহান আক্তার ডালু।
সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


১৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ
চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের আরামবাগস্থ বঙ্গবন্ধু ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আকরাম আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
রক্তদান
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল চত্বরে বিএমএ চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি হয়েছে। কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আলাউদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, বিএমএ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী ফটিক।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ
জাতির জনক বঙ্গবন্ধ্রু ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ বঙ্গবন্ধু মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সকালে অধ্যক্ষ প্রফেসর ড.নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্ত্য রাখেন, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান রাজু, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক প্রকাশ চন্দ্র শীল, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন, পদার্থ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক আসগার হোসেন,প্রভাষক সাদিকুল ইসলাম, জোবাইদা নাজনীন আখতার ইলা, শহিদুজ্জামানপ্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ
জাতির জনক বঙ্গবন্ধ্রু ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ বঙ্গবন্ধু মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সকালে অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু,প্রফেসর দাউদ হোসেন, সহযোগী অধ্যাপক  ড.নাজিম উদ্দিন,সহডোগী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন,সহকারি অধ্যাপক ড.আনোয়ার হোসেন, প্রভাষক জিয়াউল হক,সভায় কবিতা আবৃত্তি করেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাক ওবইতুল হক, প্রভাষক কোহিনুর সুলতানা প্রমুখ। আলোচনা শেষে রচনা,আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

শাহনেয়ামতুল্লাহ কলেজ
জাতির জনক বঙ্গবন্ধ্রু ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শাহনেয়ামতুল্লাহ কলেজ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সকালে কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রধান কনক রনজন দাস, গনিত বিভাগের মাসুম আহমেদ, বিলকিস আরা বানু,ফরহাদ হোসেন,প্রশান্ত কুমার সাহা, মাহফুজুল হক ডন প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট
জাতির জনক বঙ্গবন্ধ্রু ৪০ তম শাহাদাত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস উপলক্ষে ইম্পেরিয়াল পলিটেকনিক ইসস্টিটিউট সকালে শোকর‌্যালির আয়োজন করে। সকালে শহরের শান্তিমোড় হতে একটি বনাঢ্যর‌্যালী শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে আবার পলিটেকনিকে গিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করে।
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়
জাতির জনক বঙ্গবন্ধ্রু ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুলে হল রুমে প্রধান শিক্ষক আসলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মোঃ মার্সাল,সহকারি শিক্ষক রুহল ইসলাম  আলোচনা শেষে রচনা,আবৃত্তি,চিত্রাংকন ও হামদ নাত  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।   অন্যদিকে বিকেলে বাংলাদেশ শিশু একাডেমীর সৌজন্য  বঙ্গবন্ধ্রু ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে  শিশু একাডেমীর হলরুমে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়, এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, অধ্যাপক সিরাজুল ইসলাম,মোহিত কুমার দাঁ, মোসফিকুর রহমান প্রমুখ। সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ ও উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে শহীদ সাটু হলের সামনে অধ্যাপক এনামুল এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

নাচোল
এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বাধীনতার মহান স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং বেকার যুবকদের মাঝে ঋন  বিতরন অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ওয়াশিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সরকার অশীম কুমার ,ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান ,উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু ,নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান ,নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান সহ প্রমুখ । এছাড়া ও সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জীবন বৃত্তান্ত তুলে ধরে বক্তব্য প্রদান করেন । অন্যদিকে কসবা ইউনিয়নের আওয়ামীলীগের উদ্দ্যগে ,গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় কসবা ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে ,

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোলাবাড়ি কলেজের  অধ্যক্ষ রাজেউল আলম, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজেম্মুল হক, কসবা ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি ভবেষ চন্দ্র সরকা, কসবা ইউনিয়নের ৬নং ওয়াডের সভাপতি আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুধন মাস্টার ,নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা বাদল সহ প্রমুখ । সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য যা কিছু করে গেছেন তা আমরা কখনো ভুলব না । জাতির পিতাকে যারা হত্যা করেছে তাদের কে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত মুলক শাস্তি কামনা করা হয়।

গোমস্তাপুর
অন্যদিকে আমাদের গোমস্তাপুর সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথকভাবে পালন করে। সকালে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কুরআন খানি ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোকর‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ একটি পৃথক পৃথকভাবে শোক র‌্যালি বের করে। উপজেলা প্রশাসন উপজেলা চত্ত্বর ও আওয়ামীলীগ কলোনী মোড়স্থ দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালিটি বের করে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে নেতৃত্ব দেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ । র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজাহান আনসারী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস,  উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইদ্রিশ আলী প্রমূখ। এদিকে রহনপুরস্থ বেগম কাচারী প্রাঙ্গণে উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজাহান আনসারী। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এতে বক্তব্য রাখেন সাবেক এমপি জিয়াউর রহমান সহ আওয়ামীলী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৮-১৫

, ,