মর্দানায় ক্ষমতাসীন দলের দু’ কমিশনারের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষরা > তিনজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানায় ক্ষমতাসীন আওয়ামীলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামীলীগ কর্মী নিহত হয়েছে। নিহত আওয়ামীলীগ কর্মী হচ্ছে, মর্দানা গ্রামের নুরুল ইসলাম নজুর ছেলে রবিউল ইসলাম (২৭)।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক নুরে আলম জানান, দুপুর ১টার দিকে রবিউল ইসলাম এলাকার একটি আম বাগানে কাজ করছিলো। এ সময় প্রতিপক্ষের লোকজন  ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে, স্থানীয়রা আহত রবিউলকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে সে মারা যায়। তার ডান হাত সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে ও অতিরিক্ত রক্ত ক্ষরনে রবিউলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ মজিবুর রহমান।
স্থানীয়রা জানায়, অর্তকিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে কুপিয়ে কুপিয়ে আহত করে। রবিউল মারা গেছে এমনটা নিশ্চিত মনে করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নিহত রবিউল বর্তমান কমিশনার আব্দুস সালাম গ্রুপের লোক। এ ঘটনায় আব্দুস সালাম তার প্রতিদ্বন্দী গ্রুপ সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম পাশবানকে কে দায়ী করে মোবাইল ফোনে অভিযোগ করেন, ‘পাশবানের লোকজন মরদানায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং এলাকায় বোমার মজুদ গড়েছে। রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে’।
এদিকে, সন্ধ্যায় মর্দানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম আটকের কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মর্দানায় আধিপত্য বিস্তারকে ঘিরে বর্তমান পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম পাশবানের বিরোধ চলে আসছে।
গাম্প্রতিক দ্বন্দে পুলিশ দু’ দফা মর্দানায় চিরুনী অভিযান চালালেও সন্ত্রাসীরা সাময়িক গা ঢাকা দিয়ে আবারও এলাকায় ফিরে এসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৫-০৮-১৫

,