রাবির প্রধান ফটকের সামনে দুর্ঘটনা > আহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) প্রধান ফটকের সামনে মটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থী ও এক অটোরিকশা চালক।

প্রধান ফটকের পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী বাজার জিরো পয়েন্ট থেকে বিনোদপুরগামী অটোরিকশাটি যাত্রী নামাতে রাবির ফটকের সামনে এসে থামলে পেছনে থাকা মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশার পাশে এসে ধাক্কা মারে। এতে অটোরিকশাটির সামনের কাঁচ ভেঙ্গে যায় ও চালক পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান। এদিকে মটরসাইকেল চালক আবিরসহ তার দুই বন্ধু পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
আহত অটোরিকশা চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। পরে শিক্ষার্থীদের রাবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাদেরও রামেকে পাঠিয়ে দেয়া হয়।
মতিহার থানার ওসি বলেন, দুর্ঘটনায় অটোরিকশাটিকে মতিহার থানায় নেয়া হয়েছে ও মটরসাইকেলটিকে রাবি ফটকের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে কোনো মামলা করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২০-০৮-১৫