শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ দু’ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুর আমবাজার এলাকা থেকে বৃহস্পতিবার ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে,  শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় গ্রামের ইউনুস আলীর ছেলে তোজাম্মেল (৩৭) ও একই গ্রামের সইমুদ্দিনের ছেলে মিরাজুল (২১)।
র‌্যাব জানায়, অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল চক দৌলতপুর আম বাজার সংলগ্ন আম বাগানে অভিযান চালায়। এসময় অস্ত্র ও গুলিসহ তোজাম্মেল ও মিরাজুলকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৮-১৫

,