জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী শহরের গ্রীণভিউ স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৩টি বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট পৌণে ২শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৬৫ জন, রচনা প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৪৫ জন ও আবৃত্তিতে ৩৬ জন প্রতিযোগী ছিল। এছাড়া একই অনুষ্ঠানে পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৮-১৫